মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বিরোধী সিরাজদিখানে পুলিশের ওপেন হাউজ ডে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বিরোধী সিরাজদিখানে পুলিশের ওপেন হাউজ ডে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বিরোধী ওপেন হাউজ ডে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে থানা আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সিরাজদিখান থানা অফিসার ইন-চার্জ মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম।
থানা ওসি (তদন্ত) হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস. এম সোহরাব হোসেন, শেখরনগর ফারী ইন-চার্জ পরিদর্শক হাফিজ উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ সভাপতি ইমতিয়াজ উদ্দিন, কোলা ইউপি, চেয়ারম্যান মীর লিয়াকত আলী, শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, জেলা পরিষদ সদস্য হাজী নেকবর, মনোয়ার হোসেন মনু, সুখেন চৌধুরী প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment