এসএসসিতে আরও কমলো পাসের হার

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সারাদেশে এবার পাস করেছে ৭৭.৭৭ শতাংশ পরীক্ষার্থী।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে ধরার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য দেন।

গত বছর এসএসসি পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। সেই হিসাবে গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে প্রায় ২.৫৮ শতাংশ।

২০১৬ সালে ১০ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। ২০১৫ সালে এই হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০১৪ এ হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

দুপুরে সচিবালয়ে তার সম্মেলন কক্ষে এসএসসির বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বেলা দুইটা থেকে ফল জানা যাবে। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment