এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে সেরা ভোলা

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে সেরা ভোলা

মাছুম বিল্লাহ,ভোলা প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা।ভোলা জেলার পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। তবে গত বছর পাসের হারে ভোলা জেলা ছিল সবার চেয়ে পিছিয়ে।রোববার (৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল শেষে এ তথ্য জানা যায়।

এবছর ভোলা জেলায় ১৯৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১৫ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ৮ হাজার ৬০৪ জন ও মেয়ে ৭ হাজার ১৩ জন। পাস করেছে ১২ হাজার ৯৬৫ জন। যারমধ্যে ছেলে ৭ হাজার ৩৭ ও মেয়ে ৫ হাজার ৯২৮ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলার পাসের হার ৮১ দশমিক ৭০ শতাংশ। ১১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৯ হাজার ১৮২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬১৩ জন ও মেয়ে ৪ হাজার ৫৬৯ জন।
এদিকে, গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন।
চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। ৩৫ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে ছেলে ১২ হাজার ৮৭৭ জন ও মেয়ে ১৪ হাজার ২৪০ জন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment