মিহিদানা-সীতাভোগে আপ্যায়িত হবেন শেখ হাসিনা

মিহিদানা-সীতাভোগে আপ্যায়িত হবেন শেখ হাসিনা

ঢাকার অভিজাত মিষ্টির সব স্বাদই জানা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জানা আছে নাটোরের কাঁচাগোল্লার স্বাদও। কিন্তু মিহিদানা-সীতাভোগের স্বাদ কি নিয়েছেন তিনি? উত্তর অজানা৷

বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানাতে বর্ধমানের বিখ্যাত দুই বিশেষ মিষ্টি উপহার সাজাতে চলেছেন ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে নবগঠিত পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন, সীতাভোগ-মিহিদানা বর্ধমানের গৌরব৷ বাংলার গরিমা৷ বাঙালি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত হচ্ছি৷ অভ্যর্থনা কমিটির সঙ্গে আরও কয়েকটি ব্যাপারে আলোচনা চলছে৷

বাংলাদেশের যেমন পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই বিখ্যাত৷ তেমনই পশ্চিমবঙ্গের নজরকাড়া মিষ্টান্ন হল সীতাভোগ-মিহিদানা৷

সম্প্রতি প্রশাসনিক কারণে বর্ধমানে জেলা ভাগ হয়েছে৷ কিন্তু মিষ্টি সৌরভের ভাগ হয়নি৷ তাই পশ্চিম বর্ধমানবাসীর কাছেও বিশেষ প্রিয় এই মিষ্টান্ন৷

আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফর করবেন৷ এসময় তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকবেন৷ একই মঞ্চে দেখা যাবে তিনজনকে।

২৬ মে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷ ওইদিন পশ্চিম বর্ধমানের আসানসোলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেখানেই তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে৷

আসানসোলের কাছেই চুরুলিয়াতে কবি নজরুলের জন্ম৷ পাকিস্তান থেকে ১৯৭১ দেশ বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে নজরুল ও তার আত্মীয়রা চলে গিয়েছিলেন বাংলাদেশে৷ সফরে শেখ হাসিনা নজরুলের জন্ম ভিটে দেখতে যাবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment