রাতে মেসি-রোনালদো লড়াই, ইতিহাসের সামনে বার্সা

রাতে মেসি-রোনালদো লড়াই, ইতিহাসের সামনে বার্সা

লা লিগার শিরোপা ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।তাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচটি তাদের কাছে গুরত্বহীন! তাই বলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হাতে ম্যাচটা ছেড়ে দেবে কাতালান জায়ান্টরা, সেটা ভাবা বোকামি হবে। শিরোপা-ভাবনার ঊর্ধ্বে যে মর্যাদার লড়াই এটি! কাজেই ন্যু ক্যাম্পে বরাবরের মতোই আজ উত্তাপ ছড়াবে এল ক্লাসিকো। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রান পৌনে একটায়।

বার্সার সামনে ইতিহাস গড়ার সুযোগ। চলতি লা লিগায় এখনো হার দেখেনি বার্সেলোনা। আসরে নিজেদের ৩৪ ম্যাচের ২৬টিতে জয় ও ৮ খেলায় ড্র করেছে বার্সা। স্প্যানিশ লা লিগার ইতিহাসে কোনো দলের অপরাজিত চ্যাম্পিয়নের নজির নেই। ইতিমধ্যে লা লিগার এক মৌসুমে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বার্সেলোনা। আগের রেকর্ডে ১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩১ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল সোসিয়েদাদ। আর আসরে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও বার্সেলোনার। গত লা লিগায় নিজেদের শেষ ৭ ম্যাচে অপরাজিত ছিল বার্সা। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩৮ ম্যাচে অপরাজিত তাকার রেকর্ড গড়েছিল সোসিয়েদাদই। মৌসুমের শুরুর এল ক্লাসিকোর স্মৃতিটা বার্সেলোনার জন্য ছিল হতাশার। স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছে হার দেখে কাতালানরা। তবে লা লিগায় শেষ তিন ম্যাচে বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর লা লিগায় সর্বশেষ এল ক্লাসিকোতে প্রতিপক্ষ মাঠে ৩-০ গোলে জয়ের স্মৃতি কাতালানদের।

এল ক্লাসিকোতে দু’দলের লড়াইয়ে পাল্লা ভারি রিয়াল মাদ্রিদের। প্রতিযোগিতামূলক ফুটবলে ২৩৬ সাক্ষাতে ৯৫ বার জয় দেখেছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনার রয়েছে ৯২টি জয়। চলতি লা লিগায় রিযাল মাদ্রিদের নৈপুণ্যটা ভক্তদের জন্য হতাশার। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের পেছনে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আসরের গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৭৪ পয়েন্ট। তবে এল ক্লাসিকোর আগে ফুরফুরে মেজাজে রয়েছে রিয়াল শিবিরও। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল নিশ্চিত করেছে গ্যালাকটিকোরা। ইউরোপের কুলীন এ ফুটবল আসরে রিয়াল মাদ্রিদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। আগামী ২৭শে মে কিয়েভ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে রিয়াল। তার আগে নিশ্চয় এল ক্লাসিকোতে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে গ্যালাকটিকোর। বার্সা লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তার ক্যারিয়ারের এটি শেষ এল ক্লাসিকো। তবে হাল্কা ইনজুরিতে ভুগছেন ইনিয়েস্তা। মৌসুম শেষে বার্সেলোনা থেকে চীনের ফুটবল লীগে পাড়ি দিচ্ছেন স্প্যানিয়ার্ড এ মিডফিল্ডার। বার্সেলোনার জার্সি গায়ে ১৮ বছরের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি খেলেছেন ৩৩ ম্যাচ। নিজেদের ন্যু ক্যাম্প মাঠে লা লিগার শেষ ২৮ ম্যাচের ২৬টিতে জয়ের রেকর্ড বার্সেলোনার। আর ২৮ ম্যাচের ২৬টিতেই তারা পেয়েছে কমপক্ষে দুই গোল। তবে লা লিগায় নিজেদের শেষ ২৫ অ্যাওয়ে ম্যাচের ২৩টি অপরাজিত থাকার কৃতিত্ব রিয়াল মাদ্রিদের। আসরে নিজেদের শেষ ১৬ ম্যাচের ১৩টিতেই কমপক্ষে দুই গোল পেয়েছে জিদান শিষ্যরা। এবারের কোপা দেল রে’ আসরে সাফল্য নিয়ে বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ‘ডাবল’ শিরোপার গৌরব কুড়িয়েছেন স্প্যানিয়ার্ড কোচ আরনেস্তো ভালভার্দে। লা লিগায় এটি বার্সেলোনার ২৫তম শিরোপা। আসরে সর্বাধিক ৩৩বার শিরোপা জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের।

আজ যথারীতি নজর থাকবে দু’দলের সেরা দুই তারকা মেসি-রোনালদোর দিকে। চলতি মৌসুমে বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি সর্বাধিক ৪৩ আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো পেয়েছেন ৪২ গোল।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment