ছাগলনাইয়ায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে র‌্যালি আলোচনা সভা

ছাগলনাইয়ায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে র‌্যালি আলোচনা সভা
যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ
“বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে মঙ্গলবার সকালে ছাগলনাইয়ায় পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০১৮।
এ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং আরএমও ডাঃ ইকবাল হোসেন ভূঁঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডাঃ ব্রজ ঘোপাল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ মোহাম্মদ আজিজ উল্যাহ, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ মোঃ মাহফুজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ শামীমা আক্তার, ডেন্টাল সার্জন ডাঃ সিব্বির আহাম্মদ, ডাঃ স.ম ফেরদৌস জাহান বেগম শারমিন ও ডাঃ সাকীফ মোঃ সাব্বির।
এতে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন জাহাঙ্গীর বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এটি ক্যান্সার বা ছোঁয়াচে রোগ নয়। যদি বাবা-মা উভয়েই বাহক হয় শুধু তাদের সন্তানরাই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment