রোনাল্ডো নেইমার ও সালাহকে নিয়ে স্বপ্নের ত্রয়ী গড়তে চাচ্ছে রিয়াল

রোনাল্ডো নেইমার ও সালাহকে নিয়ে স্বপ্নের ত্রয়ী গড়তে চাচ্ছে রিয়াল

গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শুরু হতে এখনও ঢের বাকি। এর আগেই নতুন করে ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে নিজেদের ডেরায় একাধিক তারকা খেলোয়াড় টানছে দলটি।

সেই তালিকায় আছেন নেইমার ও মোহাম্মদ সালাহ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাদের নিয়ে আক্রমণ ভাগে স্বপ্নের ত্রয়ী গড়তে চাচ্ছে লস ব্লাঙ্কোজরা।

দলবদল মার্কেট শুরু হবে রাশিয়া বিশ্বকাপের পর। এর আগেই দল সাজাতে কোমর বেঁধে নেমেছে রিয়াল। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ফের স্পেনে যাচ্ছেন নেইমার। ঠিকানা আর কোথাও নয় মাদ্রিদ। লাভের অঙ্কটা কম নয়। এখনকার (২২২) চেয়ে প্রায় ৪০ মিলিয়ন ইউরো বেশি নিয়ে সেখানে পাড়ি জমাচ্ছেন তিনি!

গেল গ্রীষ্মে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। তার পর থেকেই আলো ছড়িয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিন্স হিসেবে। তবে ফ্রেঞ্চ লিগের খেলার মান, পরিবেশের সঙ্গে খাপখাওয়াতে না পেরে শিল্প-সাহিত্যে সমৃদ্ধ, ধনদৌলতের প্রাচুর্যে ভরপুর নগরীটি ছাড়ছেন ব্রাজিল যুবরাজ।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন সালাহ। গেল গ্রীষ্মে মাত্র ৫০ মিলিয়ন ইউরোতে রোমা ছেড়ে লিভারপুলে যান তিনি। তার পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে ৪৩ গোল করে ফেলেছেন মিসরীয় ফরোয়ার্ড। অ্যানফিল্ডে স্বপ্নের সময় কাটানো তারকার ওপর পাখির চোখ করে রয়েছে রিয়াল।

শোনা যাচ্ছে, সালাহকে পেতে দেনদরবার চালিয়ে যাচ্ছে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তাতে নাকি ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।

রিয়ালের এ প্রচেষ্টা যদি সত্যিই আলোর মুখ দেখে, তা হলে বিশ্ব ফুটবলেরই স্বপ্নের ত্রিফলা হবেন রোনাল্ডো, নেইমার ও সালাহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment