মরিনহো-ফারিয়া জুটি ১৭ বছরের সম্পর্কের ইতি!

মরিনহো-ফারিয়া জুটি ১৭ বছরের সম্পর্কের ইতি!

লেইরিয়া-পোর্তো-চেলসি হয়ে ইন্টার মিলান! মরিনহো কোচ আর সহকারী দায়িত্বে রুই ফারিয়া৷ এটাই ছিল ১৭ বছর ধরে চেনা চিত্র৷ সেই সম্পর্কেই ইতি টানতে চলেছেন রুই৷ চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের পদে রয়েছেন রুই৷ প্রধান কোচের ভূমিকায় রয়েছে মরিনহো৷

তবে হঠাৎ করে কোনো বিতর্ক ছাড়াই কেন কোচের পদ ছাড়তে চলেছেন? ফারিয়া জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই নাকি কোচিং ছাড়তে চলেছেন তিনি৷ সেই যুক্তি অবশ্য অনেকেই খারিজ করে দিচ্ছেন৷ ফুটবলমহলের মত, আর্সেনালের কোচ ওয়েঙ্গার চলতি মরশুম শেষে অবসর নিচ্ছেন৷ তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করতে আর্সেনালে আসতেই মৌসুম শেষে সহকারী কোচের পদ ছাড়তে চলেছেন ফারিয়া৷

রুই ক্লাব ছাড়া প্রসঙ্গে বলেন, ‘অনেক ভাবনাচিন্তার পর কঠিন এই সিদ্ধান্ত নিয়েছি৷ ম্যানচেস্টার যে সময়টা কাটালাম সেটা ভোলার নয়৷ কর্তা থেকে শুরু করে ফুটবলার, সহকারী সার্পোট স্টাফ সবাইকেই ধন্যবাদ জানাই৷ এই ক্লাবের সঙ্গে পথ চলা অবশ্যই আমার কেরিয়ারের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে৷’

প্রধান কোচ মরিনহোকে ধন্যবাদ জানিয়ে ফারিয়া বলেন, ‘মরিনহোকে ধন্যবাদ, দীর্ঘ দিন ধরে আমার উপর বিশ্বাস রেখে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওকে ধন্যবাদ৷ একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি৷’

এ ব্যাপারে ম্যান ইউয়ের বর্তমান কোচ মরিনহো বলেছেন, ‘ওর সিদ্ধান্তকে সম্মান জানাই৷ বন্ধুত্বটা অবশ্যই মিস করব৷’

উল্লেখ্য, ২০০১-০২ মৌসুমে মরিনহোর সঙ্গী হিসেবে লেইরিয়ায় ছিলেন ফারিয়া৷ এরপর ২০০২-০৪ পর্যন্ত পোর্তোতে৷ সেখান থেকে দুই বন্ধু ২০০৪-০৭ পর্যন্ত ছিলেন চেলসিতে৷ এরপর ২০০৮-১০ ইন্টার মিলান ও ২০১০-১৩ রিয়াল মাদ্রিদে কোচিং করানোর পর ফের ২০১৩-১৫ চেলসিতে কোচিং করান দু’জন৷ সেখান থেকে ২০১৬ সালে ম্যানচেস্টার দায়িত্ব নিয়ে ২০১৮ পর্যন্ত কাজ চালিয়ে গেছেন মরিনহো-ফারিয়া জুটি৷

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment