৮৮ রানেই শেষ গেইলরা!

৮৮ রানেই শেষ গেইলরা!

জিতলেই প্লে অফ খেলা প্রায় নিশ্চিত পাঞ্জাবের। আর বাড়ির পথ ধরবে ব্যাঙ্গালুরু। এমন ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে গেছে ক্রিস গেইল-কেএল রাহুলরা। কিংস ইলেভেন পাঞ্জাব এবার দারুণ ব্যাটিং দিয়ে ভক্তদের মন জয় করেছেন। প্রায় প্রতিটি ম্যাচে হয় গেইল নয়তো রাহুলদের ব্যাট হেসেছে। অথচ তারাই কিনা গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করল।

অবশ্য অন্য ম্যাচগুলোর মতো এ ম্যাচেও ক্রিস গেইল এবং কেএল রাহুল দারুণ শুরু করেছিলেন। দু’জনে ৪.৩ ওভারে ৩৬ রান তুলে ফেলেন। এরপর উমেশ যাদবের শিকার হয়ে ফেরেন রাহুল। তিনি ১৫ বলে করেন ২১ রান। রাহুলের পর ১৪ বলে ১৮ করা গেইলকেও ফেরান যাদব। এরপরই ধস নামে পাঞ্জাবের।

৪১ রানে ২ উইকেট থেকে ৮৮ রানে শেষ কিংসদের সব উইকেট। পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান করেন অ্যারণ ফিঞ্চ। তিনি ২৩ বলে ২৬ রান সংগ্রহ করেন। কিন্তু তার পরের ব্যাটসম্যানরা কেউ ১০ এর ঘরে পৌঁছাতে পারেনি। ব্যাঙ্গালুরুর হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ৩ উইকেট নেন ভারতীয় পেসার উমেশ যাদব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment