২০ বছরে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন মৌসুমী

তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। এরই মধ্যে তারা বিবাহিত জীবনের দুই দশক পার করে ফেলেছেন। কিন্তু এ সময়ের মধ্যে কখনও শ্বশুরবাড়ি যাওয়া হয়নি মৌসুমীর। তথ্যটি ওমর সানীই জানিয়েছেন।
বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।
নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। গত ২৪ মে একটি ফ্যাশন হাউজের শো রুম উদ্বোধন করতে বরিশাল গিয়েছিলেন এই তারকা দম্পতি।

প্রথমবারের মতো একসঙ্গে বরিশাল গেলেও শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি মৌসুমীর। কারণ সময় হয়ে ওঠেনি। তবে ওমর সানী বলেছেন, বরিশাল থেকে আমাদের গ্রামের বাড়িতে যেতে দুই ঘণ্টার মতো সময় লাগে। ঈদের পর পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছি।

তাহলে ঈদের পরেই শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মৌসুমীর।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment