বাগেরহাটের ১নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজট ঘোষণা

আবু হানিফ, বাগেরহাট থেকে ঃ
বাগেরহাটের ১নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনঅংশ
গ্রহন,অংশিদারিত্ব,সুÑশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে কাড়াপাড়া ইউনিয়নের
সর্বস্তরের জন সাধারনের উপস্থিতিতে আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য উম্মুক্ত
বাজেট ঘোষণা করা হয়েছে।বুধবার সকাল ১০টায় কাড়াপাড়া ইউনিয়নের বার
বার নির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ
বশিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচীব বাবু কিশোর কুমার
পালের পরিচালনায় কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন্য
শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন,যোগাযোগ,কৃষি ও সেচ,সামাজিক বেস্টনী,খাদ্য
বান্দব সহায়তা করনসহ বিভিন্ন খাতে ২ কোটি ২শত সাত টাকার উন্মুক্ত
বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

উম্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর
রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা মো: আজগর আলী।
এসময় অন্যানের মধ্যে বক্তব্যে রাখেন,ইউপি সদস্য মোঃ দিদারুল আলম,ফকির মো:
মুছা,,হাওলাদার মাহফুজুর রহমান খোকন.শেখ মোস্তাফিজুর রহমান মাফুজ,শেখ
জাহিদুর রহমান,মো: শেখ মুকিত হোসেন,মো: নুরুল হাওলাদার মো: জাহাঙ্গীর
হাওলাদার,মহিলা সদস্য মিসেস আবেদা বেগম,মমতাসেন,শেফালী বেগমসহ
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ
বাজেট আলোচনায় তাদের মতামত ব্যক্ত করেন।তাদের ।সভায় সমাপনি বক্তৃতায়
ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামের বলেন,আগামী অর্থবছরে অগ্রাধিকার
ভিত্তিতে যে সকল উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়র করা হবে সে বিষয়ে আলোচনা
করে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধিকরণের তাগিদ দেন।পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ ও
মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করার অঙ্গীকার করে মাদকের বিরুদ্ধে
যুদ্ধের ঘোষনা দিয়ে বাজেট সভার সমাপ্ত ঘোষনা করেন।## ##
বাগেরহাট

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment