নবাবগঞ্জ ইছামতি কলেজের ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি বহিরাগত!

মাহাবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইছামতি কলেজের ছাত্রলীগের নতুন
কমিটিতে বহিরাগতরা কলেজ শাখার কমিটিতে।এ নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রকৃত ছাত্রলীগের
কর্মিদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা দক্ষিন শাখা ছাত্রলীগের সভাপতি মো.গিয়াসউদ্দিন
সোহাগ ও সাধারন-সম্পাদক এহসান আরাফ অনিকের সাক্ষরিত প্যাডে নবাবগঞ্জ উপজেলার
গালিমপুর ইছামতি ডিগ্রী কলেজের ছাত্রলীগের এক বছর মেয়াদী একটি কমিটি ঘোষনা করা
হয়।এতে কাওছার আহম্মেদকে সভাপতি ও নায়েজ আহমেদ হৃদয়কে সাধারন-সম্পাদক করে পাচঁ
সদস্যের একটি কমিটি করা হয়।কমিটিতে ইছামতি ডিগ্রী কলেজের ছাত্র নয় এমন ব্যক্তিকে
সভাপতি পদে ঘোষনা করলে কলেজ শাখায় ছাত্রলীগের কর্মিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক মো.মিরাজ মোল্লা জানান,ইছামতি ডিগ্রী
কলেজে সভাপতি পদে ঢাকা জেলা দক্ষিন শাখা ছাত্রলীগের সভাপতি মো.গিয়াসউদ্দিন সোহাগ
ভাই ও সাধারন-সম্পাদক এহসান আরাফ অনিক ভাই যাকে ঘোষনা দিয়েছেন কাওছার আহম্মেদ
আমাদের কলেজের ছাত্র নয়।সে খাহ্রা আদর্শ কলেজের অনার্স কোর্সের ফাইনাল বর্ষের ছাত্র। ফলে
কলেজ শাখার ছাত্রলীগের কর্মিরাতো ক্ষোভ করবেই।
এ বিষয়ে ইছামতি ডিগ্রী কলেজের বার বার নির্বাচিত শিক্ষানুরাগী ও চুড়াইন ইউনিয়নের
আ’লীগের সভাপতি আব্দুল বাসেত পারামানিক জানান,কাওছার আহম্মেদ আমাদের কলেজের ছাত্র
নয়।সে খাহ্রা আদর্শ ডিগ্রী কলেজের ছাত্র এবং কলেজটি শ্রীনগর,সিরাজদিখান থানা ও
নবাবগঞ্জ থানার চুড়াইন ইউনিয়নের আংশিক এরিয়ায় অবস্থিত।
এ বিষয়ে ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন হাওলাদার জানান, কাওছার আহম্মেদ
আমাদের কলেজের প্রাক্তন ছাত্র।তবে বেশী কিছু লিখে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন না
করার অনুরোধ জানান।
এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিন শাখা ছাত্রলীগের সভাপতি মো.গিয়াসউদ্দিন সোহাগের সাথে
যোগাযোগ করলে তিনি জানান,বিষয়টা তার জানা ছিলো না!নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের
নেতৃবিন্দের অনুরোধে দ্রুত কমিটি করা হয়েছিলো।তবে আগামী রোববার কলেজে বসে
কমিটি চুড়ান্ত করা হবে এবং যোগ্যদের হাতে কমিটি হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন
জানান,বিষয়টা এইমাত্র জানলাম।প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment