২’শত ৪০ বোতল ফেন্ডিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদক বিরোধী  অভিযানে অভিনব কৌশলে পাচার হওয়া ২’শত ৪০ বোতল ফেন্ডিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।

সারাদেশে চলমান পুলিশের মাদক বিরোধী অভিযানে জীবননগর থানা পুলিশ একের পর এক অবদান রেখেই চলেছে।
অভিযানটি   বুধবার  দিবাগত রাত  ১১ টার দিকে জীবননগর থানার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনাকারী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান  পরিচালনা করেন।
এবং শাহাপুর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল আক্তার ও এ এস আই মুশফিক   গোপণ সংবাদের ভিত্তিতে সন্তোষপুর বাস স্টান্ডে চেকপোস্ট বসিয়ে একটি লাল রং এর আম বহনকারী  পিকআপ ভ্যান তল্লাশি করে।
এসময় অভিনব কায়দায় ইঞ্জিন কভারের নিচে বস্তার ফেতরে থাকা ২শ’ ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার দানেশের ছেলে আশরাফ (৪২)।
এ বিষয়ে  জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফ  গড ফাদারদের ছত্র ছায়ায়  পুলিশের নাকের ডগা দিয়ে আম বোঝাই পিকাপ ভ্যানে করে বহন করে দেশের বিভিন্ন স্থানে পৌছে দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে  জীবননগর উপজেলার সন্তোষপুর  বাস স্টান্ডে পিকাপ ভ্যানটি সন্দেহজনক ভাবে তল্লাশি করা হয়।
পিকআপ ভ্যানের ইঞ্জিন কভারের নিচে পাটের বস্তার ভেতরে থাকা ২৪০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
আটককৃত  মাদক ব্যবসায়ী আশরাফের বিরুদ্ধে জীবননগর থানা পুলিশ বাদী হয়ে মাদক বিরোধী আইনের আওতায়  একটি মামলা দায়ের করা হয়।
মামুন মোল্লা 
চুয়াডাঙ্গা 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment