ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি। শনিবার পবিত্র রমযান মাস উপলক্ষে বলাকা সিনেমা হল সংলগ্ন টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী ,ঠাকুরগাঁও জেলা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন,  ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, পবারুল  ইসলাম, জেলা পরিষদ সদস্য মহসেনা আক্তার ও হোসনে আরা বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও
ঠাকুরগাঁও জেলা তাঁতী লীগের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক কর্মীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, আনন্দ টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন নুরে আলম শাহ ও জয় মহন্ত অলক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালী (সুমন), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু,জেলা সমন্বয়ক কাজল রায়।

ইফতারের পূর্ব মূহুর্তে বক্তারা তাদের মূল্যবান বক্তব্যে বলেন, জেলা প্রেসক্লাব একটি বড় ধরনের সংগঠন, মানুষের সেবায় দিনে দিনে এগিয়ে যাক এ কামনা ব‍্যক্ত করেন তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment