ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

রাশিয়া বিশ্বকাপে এরইমধ্যে বেশকিছু অঘটনের জন্ম হয়েছে। গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর নকআউট পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে আসর ছেড়েছে আর্জেন্টিনা। একইদিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে হারিয়েছে পর্তুগালকে। এছাড়া গতকাল রাতে রাশিয়া বিদায় করেছে স্পেনকে। সব মিলিয়ে বেশ সতর্ক হয়েই আজ মাঠে নামছে মেক্সিকো-ব্রাজিল।

মেক্সিকোর সঙ্গে কি জিততে পারবে ব্রাজিল? এই উত্তরই আপাতত খুঁজছে পুরো ফুটবল বিশ্ব। ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। থিয়াগো সিলভা ও মিরান্দার জুটি কীভাবে মেক্সিকান আক্রমণকে প্রতিহত করে তার উপরে ম্যাচের অনেক কিছুই নির্ভর করছে। মার্সেলোর চোট নিয়েও চিন্তায় রয়েছেন তিতে।

তবে শেষ পর্যন্ত সবচেয়ে আলোচনার বিষয় ব্রাজিলের আক্রমণ ভাগ। যার নেতৃত্বে অবশ্যই নেইমার। টুর্নামেন্টের শুরুতে খানিক অগোছালো দেখালেও গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জেতার সময়ে ব্রাজিলকে যথেষ্ট শক্তিশালী দেখিয়েছে তিনি। কেবল নেইমার নন, ফিলিপ কুতিনহোর ফর্মও নিশ্চয়ই তিতের মনোবল বাড়াচ্ছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
*গোলরক্ষক- অ্যালিসন
*ডিফেন্ডার- মার্সেলো, থিয়াগো সিলভা, মিরান্দা, ফাগনার
*মিডফিল্ডার- পওলিনহো, কাসেমিরো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান
*ফরোয়ার্ড- নেইমার ও জেসুস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment