কচুয়ায় ড.সেলিম মাহমুদের চাচীর ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

মো: মাসুদ রানা ॥

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুন্যালের চেয়ারম্যান ও কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. সেলিম মাহমুদের চাচী মোসাম্মৎ হাসনা সিরাজ আর বেঁচে নেই (ইন্নাল্লিাহ…….রাজিউন)। তিনি গতকাল শুক্রবার ভোর ৬টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াত স্বামী প্রফেসর আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মিয়া ও তার জৈষ্ঠ সন্তান সাইফুল ইসলাম বাবু পালাখাল
রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা সদস্য। গতকাল শুক্রবার বাদ আসর পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে মরহুমার লাশ উপজেলার পালাখাল রোস্তম আলী মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা
হয়। মরহুমার জানাযা অনুষ্ঠানে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুন্যালের চেয়ারম্যান া অধ্যাপক ড. সেলিম মাহমুদ। এসময় ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১ এর জেলা ও দায়রা জজ এএমএন জাহাঙ্গীর আলম,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা,কচুয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি
ইঞ্জি: ইব্রাহিম খলিল বাদল,সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবিব মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজালাল মিয়া,উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার কাজী এনামুল হক শামীম,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অলি উল্যাহ প্রধান,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সরকার,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ কলেজের শিক্ষক ও এলাকার কয়েক শতাধিক ধর্মপান মুসলমান অংশগ্রহন করেন। পরে মরহুমার জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অপর দিকে মরহুমার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সহ বিশিষ্টজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কচুয়াঃ পালাখালে হাসনা সিরাজের জানাযা অনুষ্ঠানের
উপস্থিত মুসল্লির একাংশ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment