জাহাঙ্গীর আলম মিন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার অধিনে রাণীনগর রেলওয়ে ওভারব্রিজের সাথে ধাক্কা খেয়ে ছাদে ভ্রমনকারী এবং হিলির বাকজানা আটাপাড়ার অদূরে ট্রেনে কাটা পরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশগুলো উদ্ধার করেছে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা একক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণকালে বিকেল সাড়ে ৪টায় রাণীনগর রেলওয়ে ওভারব্রিজের সাথে ধাক্কা খেয়ে নওগাঁর ধামইরহাটের ইউসুফপুর হিন্দুপাড়ার বিপ্লব (১৭) নামের একজনের মৃত্যু হয় এবং অপর আরেকজন অজ্ঞাত (৩৫) হিলির বাকজানা আটাপাড়ার অদূরে সোমবার দিবাগত রাতে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার এস.আই ইমায়েদুল জাহিদী জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে, সনাক্ত হলে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।