আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে আহত দস্যুর মৃত্যু

 আবু হানিফ বাগেরহাট থেকে:

পূর্ব সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৬), গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর ৫:৩০ মিনিটের দিকে সুন্দরবনের শ্যালা নদীর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দস্যূকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫:৩০ মিনিটের দিকে বনের আমবাড়িয়া এলাকায় র‌্যাব-৮ এর একটি দল পৌছালে তাদের লক্ষ্য করে গভীর বনের মধ্য থেকে অজ্ঞাত পরিচয়ের একদল বনদস্যু র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাব ও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টা বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। একপর্যায় টিকতে না পেরে দস্যূরা পিছু হটে। পরে ওই এলাকায় তল্লাশী করে গুরুতর অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই দস্যূ সহ একনালা বন্দুক একটি সুটার গান দুইটি ও দেশী তৈরি বন্দুক একটি এবং ৩১ রাউন্ড তাজা গুলি সহ দস্যূদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরে আহত ওই দস্যূকে শরণখোলা থানা পুলিশের সহযোগীতায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমদ্দার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই দস্যূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোঃ নুর উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় দুইটি মামলা দায়ের করেছেন। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য ওই দস্যূর মৃত দেহ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। # শরণখোলা, বাগেরহাট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment