কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা

মোঃ মাসুদ রানা,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া পৌরসভাকে আধুনিক নগরী হিসাবে গড়তে এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮-২০১৯ নতুন অর্থ বছরের ৩৬ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৮শ’ ৩৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউএনও নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল। স্বাগত বক্তব্য রাখেন, সচিব মোঃ জহিরুল আলম সরদার। বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৮’শ ৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ৩২ কোটি ৫০ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ এবং মূলধন ২ কোটি ৩৬ লাখ ৬ হাজার ২’শ ৭৫ টাকা ও ব্যয় ২ কোটি ১৫ লক্ষ ৮ হাজার ৯’শ ৩৫ টাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment