ফটিকছড়িতে ছাত্রদল নেতা মোরশেদ হাজারীর উপর হামলা, ছাত্রদলের দাবী হামলা করেছে ছাত্রলীগ, ছত্রলীগের দায় অস্বীকার

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

জেলা ছাত্রদলের সহ সভাপতি মোরশেদ হাজারীর উপর হামলা হয়েছে। গতকাল (১৮ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে থাকে আহত অবস্থায় নাজিরহাট মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফটিকছড়ি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন দৈনিক ফটিকছড়ি খবরকে বলেন, আমাদের জেলা ছাত্রদলের সহ সভাপতি  মোরশেদ হাজারীকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ এই হামলা করেছে। আমরা ফটিকছড়ি ছাত্রদল পরিবার এই রকম একজন জনপ্রিয় ছাত্রনেতার উপর কোন মিছিল মিটিং ছাড়া অতর্কিতভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন বলেন, আমাদের উপর এই অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আপনারা জানেন তাদের মধ্যে দুই গ্রুপ, কাদের গণি ও সরোয়ার আলমগীর। তাদের মধ্যে কেউ বা ব্যক্তিগত আক্রোশের এই ঘটনা ঘটাতে পারে।

অন্যদিকে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী ফেইসবুক ষ্টাটাসে বলেন, ফটিকছড়ির বিবিরহাটে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি সদ্য কারামুক্ত এম মোরশেদ হাজারীর উপর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের একদল সশস্ত্র ক্যাডার বিবিরহাট বাজারে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথায় উপর্যুপরি আঘাত করে। ফলে তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে।
আমি সরকারি দলের এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ হামলায় জড়িত ছাত্রলীগের চিহ্নিত এ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment