জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি ।

। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শনিবার বিকেলে শহরের পিটিআই সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমানারা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment