জামালপুরে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে এক স্কুলছাত্রী নিখোঁজ

 বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে প্রভাতি (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্রী ওই উপজেলার ছনকান্দা গ্রামের রহুল আমিনের মেয়ে। সে জামালপুর শহরের শাহীন স্কুল অ্যাড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ওই ইউনিয়নের পালপাড়া গ্রামে তাঁর বড় ভাই মজনু মিয়ার শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আজ বিকাল সাড়ে চারটার দিকে আত্মীয়স্বজনের সঙ্গে নৌকা করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। এ সময় নৌকাটি পালপাড়া নৌকা ঘাটে পৌঁছলে স্কুলছাত্রী প্রভাতি পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় লোকজন নদে নেমে উদ্ধারের চেষ্টা করে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার সন্ধা ৬টা থেকে অভিযান শুরু করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত(সন্ধা ৭টা) উদ্ধার অভিযান চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment