সায়েন্সল্যাবে পুলিশ সার্জেন্টের ওপর শিক্ষার্থীদের হামলা | দৈনিক আগামীর সময়

সায়েন্সল্যাবে পুলিশ সার্জেন্টের ওপর শিক্ষার্থীদের হামলা | দৈনিক আগামীর সময়

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এক ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটরবাইকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির একজন ছাত্র।

তিনি বলেন, “ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটরবাইক ফেলে দৌড় দেন। পরে তাকে ঘিরে পিটুনি দেয়া হয়।”

আহত ট্রফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।

এদিকে বিক্ষোভকারীরা তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়। এ ঘটনার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে উত্তেজনা দেখা দেয়।

পুলিশের নিউমার্কেট জোনের এএসপি মো. শহীদুজ্জামান বলেন, ‘সার্জেন্ট বায়েজিদ বদলি ডিউটিতে এসেছিল। পথে কী হয়েছে, তা সঠিকভাবে বলতে পারব না। বায়েজিদ মাথায় আঘাত পেয়েছে। চিকিৎসকরা এক্স-রে আর সিটিস্ক্যান করতে বলেছেন। রিপোর্ট আসার পর বলা যাবে আঘাত কেমন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment