শাহবাগে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। তবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বের হওয়া মিছিলটি শাহবাগ মোড়ের দিকে গেলে পুলিশ টিয়ার সেল ছুড়ে এবং জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ৩টার দিকে তিন থেকে চারশ’ শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে দিকে এগোতে শুরু করে। তবে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে এবং টিয়ার সেল ছুড়ে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেন শিক্ষার্থীরা— ফোকাস বাংলা

রোববার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোমবার সকাল থেকেই শাহবাগে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। দুপুরের পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে শাহবাগের দিকে এগোতে শুরু করলেও পুলিশের বাধায় পিছু হটে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment