আর্জেন্টিনা যুবারা ফাইনালে, প্রতিপক্ষ রাশিয়া

ভারতের বিপক্ষে কটিফ কাপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল ২-১ ব্যবধানে হারে। তবে সেমিফাইনালে উঠতে আর্জেন্টিনার ওই হার কোন প্রভাব রাখতে পারেনি। স্পেনের ভ্যালেন্সিয়ায় উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালেও জয় পেয়েছে আর্জেন্টিনা যুবারা। আর তাতে কটিফ কাপের ফাইনালে উঠে গেছে দলটি। আগামী বুধবার রাশিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা পাওয়া আর্জেন্টিনা যুবারা।

এর আগে ভারত শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ১০ জনের দল নি ২-১ গোলের জয় পায়। আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে একই ঘটনা ঘটলো। আর্জেন্টিনা ১০ জনের দল নিয়ে হারিয়েছে উরুগুয়েকে। তবে আর্জেন্টিনার জয় এসেছে টাইব্রেকার থেকে। গোল শূন্য সমতায় শেষ হলে টাইব্রেকারে মিমাংসা হয় ম্যাচটির।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গোলরক্ষকের ভুলের কারণে বেশ ভুগেছে। সেখানে অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক পোর্টাও দারুণ ক্ষিপ্রতা দেখিয়ে ভালো কিছু সেভ করে দলকে ফাইনালে তুলেছেন। ম্যাচে যেমন আর্জেন্টিনা গোলরক্ষক কোন গোল হতে দেননি। তেমনি ট্রাইব্রেকারেও গোলবার বন্ধ রাখেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment