লালুয়া ইউ,পি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শফথ গ্রহন সম্পন্ন।।

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
০৮ আগস্ট বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে নব নির্বাচিত চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করান পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। এ সময় সেখানে প্রশাসনের কর্মকর্তাসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লালুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ০৯ জন সাধারণ সদস্য ও ০৩ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান কলাপাড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান।
গত ২৫ জুলাই অনুষ্ঠিতব্য লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, তার প্রধান লক্ষ হচ্ছে  দুর্গত এলাকার মানুষের উন্নয়নে কাজ করা। অবহেলিত লালুয়া ইউনিয়নের, রাস্তাঘাট, কালভার্ট ও বেড়িবাঁধ মেরামত করা। তিনি আরও বলেন লালুয়া ইউনিয়নের মানুষ বর্ষায় আর ডুবে থাকবে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment