শিবচরে ৪ টি স্কুল ও মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করলেন —আওয়ামীলীগ সংসদীয় পার্টির সেক্রেটারী

 মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ৪টি স্কুল ও মাদ্রাসায় নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন আওয়ামীলীগ সংসদীয় পার্টির সেক্রেটারি নূর ই আলম চৌধুরী এমপি। এসময় তিনি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। স্থানীয় সংসদ সদস্য শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষা গ্রহন করে পদ্মা সেতুর চ্যালেঞ্জ গ্রহনের আহ্বান জানান। জানা যায়, বুধবার আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর- ই আলম চৌধুরী এমপি উৎরাইল উচ্চ বিদ্যালয়ে ভবন,শিরুয়াইল সিনিয়র মাদ্রাসার নতুন ভবন,শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও সূর্য্যনগর মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর করেন। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। একই সময় তিনি শিরুয়াইল সার্বজনীন কালী মন্দিরের নতুন নাট মন্দিরের ও ভিত্তিপ্রস্তর করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আওয়ামীলীগ সংসদীয় পার্টি সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, পদ্মা সেতু হয়ে গেলে মাত্র ৩০-৩৫ মিনিটে ঢাকা থেকে শিবচর আসা যাবে। পৃথিবীর সকল উন্নত দেশে রাজধানীর পাশেই শিক্ষা নগরী থাকে। সে লক্ষ্যে পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে শিবচরে আইসিটি ইনস্টিটিউট এন্ড হাইটেক পার্ক, টেক্সটাইল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের আইসিটি ফ্যাকাল্টি, ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি, জুট ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সাথে শিবচরের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। তাই নিজেদের প্রতিষ্ঠিত করতে আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের এখন থেকেই তৈরি হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment