ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :

ঢাকায় নিরাপদ সড়ক আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। শহরের দয়াময়ী মোড়ে শনিবার সকাল সাড়ে ১১টায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও জনকন্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন, চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান, কালেরকন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, এটিএন বাংলার লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, ফটো জার্নালিস্ট এসোশিয়েসনের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা পেশাগত দায়িত্বপালন কালে পুলিশের সামনে সাংবাদিকদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment