জাতীয় হকি তারকা ডন ডন লুসাই আর নেই

বছর খানেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কৃতি ডিফেন্ডার ডন ডন লুসাই। ওই স্ট্রোকেই কাবু হওয়া ডন ডন এবার চলে গেলেন না ফেরার দেশে। গত শনিবার ভারতের মিজোরামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী এই হকি তারকা।

হকি ও ফুটবলের বিখ্যাত তারকা জুম্মন লুসাইয়ের ভাই ডন ডন লুসাই। তার পুরো পরিবারই ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। লুসাই পরিবারের থাং লুয়া, ডন ডন, চেমাম, যদু, মারিয়ান, জুম্মন ও জোবেলরা হকি, ফুটবল ও অ্যাথলেটিক্স মাতিয়েছেন। এই পরিবারের রামা লুসাই ও বিয়াকা লুসাইও ছিলেন খ্যাতিমান।

ডন ডন লুসাইয়ের ভাই চেমাম লুসাই গণমাধ্যমকে জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে এক বছর ধরে ভুগছিল ডন ডন। গেল শনিবার পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি।

ডন ডন লুসাই খেলোয়াড়ি জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন পুলিশ দলে। সেখান থেকেই সুযোগ পান জাতীয় দলে খেলার। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে খেলেন ডন ডন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment