ভৈরবে সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

 মিলাদ হোসেন অপু,ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জ ভৈরবে সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডার ও সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় স্থানীয় সাদ বাংলাদেশ কার্যালয়ে মত বিনিময় সভাটির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় সাদ বাংলাদেশ ভৈরব শাখার আয়োজনে মতবিনিময় সভায় ভৈরব সাদ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুভ সূচনা করা হয়। এসময় তিনি বলেন,সাদ বাংলাদেশ সংস্থাটি ইতিপূর্বে ভৈরব, কুলিয়ারচর,বাজিতপুর ও কটিয়াদি উপজেলায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বিলবোর্ড, স্কুল সেশন,লিফলেট বিতরন,চালক ও হেলপার প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। বর্তমান ভৈরব উপজেলার দরিদ্র পরিবারের বেকার যুবক ও যুবতীসহ ২০ জনকে (১৮জন পুরুষও ২জন নারী ) ৪৫দিন ব্যাপি পেশাদার চালকের প্রশিক্ষণ প্রদান করেছে। সভার মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষনার্থীদের সাথে স্টেক হোল্ডার ও সুশীল সমাজের সমন্বয় বৃদ্ধি করা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভিন,বাস মালিক সমিতি ভৈরব শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন জাকির,সাংগঠনিক সম্পাদক মো. জালাল আহমেদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির সদস্য ও দৈনিক পূর্বকন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব থানা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই ভাল চালক হওয়া যায় না। বাস,ট্রাক,সিএনজি,অটো রিক্সা,মটর সাইকেলসহ আমরা যে যেই যান চালাইনা কে আমরা সবাই ড্রাইভার। সঠিক প্রশিক্ষণে সচেতন ভাবে যানবাহন চালাতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে নিয়ম-কানুন মেনে গাড়ি চালাতে হবে। তাহলে সড়ক নিরাপত্তা বৃদ্ধি সম্ভব হবে। এছাড়াও সভায় অংশগ্রহণকারীবৃন্দ স্ব স্ব অবস্থানে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পলাশ টেকনিক্যাল ইনিস্টিটিউট এর পরিচালক আবেদ হোসেন পলাশ,মাইক্রোস্ট্যান্ড চালক সমিতির সভাপতি সুজন মিয়াসহ সুশীল সমাজের নেতৃবৃন্দও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment