সুপারকাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৩তম বারের মতো স্প্যানিশ সুপারকাপ জিতেছে বার্সেলোনাকে। এর মাধ্যমে বার্সার হয়ে আন্দ্রেজ ইনিয়েস্তাকে ছাড়িয়ে রেকর্ড ৩৩তম শিরোপা জিতেছেন লিওনেল মেসি। বার্সেলোনা যে দুটি গোল করেছে, দুটিতেই অবদান আছে নতুন অধিনায়ক মেসির।

এই সেভিয়াকে হারিয়েই কোপা দেল রে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবারই প্রথম স্পেনের বাইরে সুপার কাপ হলো, মরক্কোর তানজিয়ারে।

বার্সাকে সমতায় ফেরানোর পর পিকে

ম্যাচের নবম মিনিটেই পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় সেভিয়া। ৪২তম মিনিটে জেরার্ড পিকের গোলে সমতায় ফিরে বার্সেলোনা।  ৭৮তম মিনিটে উসমান ডেম্বেলের জয়সূচক গোলে বার্সা এগিয়ে যায়।

জয়সূচক গোল করার পর ডেম্বেলে

৯০তম মিনিটে সেভিয়ার খেলোয়াড়কে ডি বক্সের মধ্যে ফেলে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। কিন্তু দুর্বল শটের কারণে পেনাল্টি কাজে লাগাতে পারেনি সেভিয়া।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment