টিয়াখালী ইউনিয়নের শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল মজিদ ফকিরের দাফন সম্পন্ন।।

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল মজিদ ফকির ১২জুলাই দুপুর ২.০০ঘটিকায় বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। মরহুমের নামাজের জানাজা ১৩ জুলাই সোমবার সকাল ০৯ঘটিকায় নিজ বাড়ির মসজিদ মাঠে সম্পন্ন হয়েছে। এ সময় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি নূর বাহাদুর তালুকদার সহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আবদুল মজিদ ফকির দুই পুত্র, ছয় কন্যা, নাতি-নাতনি সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা-প্রতিষ্ঠান সহ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলার আপ্রাণ চেস্টা চালিয়েছেন। তার মৃত্যুতে কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment