বিপদে পড়তে যাচ্ছেন মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে বিপদে পড়তে যাচ্ছেন মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ।
এ রকম একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়ে। লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, সালাহর সাথে আলাপ আলোচনার পরেই তারা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন।

টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মিসরীয় নাগরিক মোহাম্মদ সালাহ, যিনি লিভারপুলের হয়ে গত মৌসুমে ৪৪টি গোল করেছেন, চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। তারা বারবার সালাহর কাছে অটোগ্রাফ চাচ্ছিল।

লিভারপুল মুখপাত্র বলছেন, ”খেলোয়াড়ের সাথে আলাপের পর মার্সেইসাইড পুলিশ কর্তৃপক্ষকে ভিডিওটির বিষয়ে জানানো হয়েছে এবং কী পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছিল, তাও বলা হয়েছে। ”

”আমরা খেলোয়াড়ের সাথে কথা বলেছি। এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ অভ্যন্তরীণভাবে নেয়া হবে।”

”এ বিষয়ে ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হবে না।”

এদিকে এ ঘটনার পর এক সালাহ বলেছেন, ”গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করায় তাকে গ্রেফতার করা উচিত।”

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment