মাদারীপুরে সাংবাদিক মামুনের বিরুদ্ধে ‘মিথ্যা’মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধিঃ পারিবারিক বিরোধের জের ধরে দৈনিক প্রতিদিনের সংবাদ,ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার মাদারীপর জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সম্প্রতি ডাসার থানায় দাযের করা মিথ্যা ঘটনার মামলা ও হয়রানির প্রতিবাদে এবং সাংবাদিক ও তার পরিবারকে পুলিশি হয়রানি না করার দাবীতে জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি ও মাদারীপুর জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মুখে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার কর্মরত সকল সাংবাদিকরা ছাড়াও , যুবলীগ, ছাত্রলীগসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তাতারা বলেন, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সাংবাদিক মামুনের পরিবারকে হয়রানী করা হচ্ছে যা গনমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ। উল্লেখ্য গত ৫ জুলাই সাংবাদিক মামুনের ছোট ভাই আরিফুর রহমানের স্ত্রী ও ডাসারের পূর্ব মাইজপাড়া গ্রামের জোনাবালী হাওলাদারের মেয়ে সাবিনা ইয়াসমিন সম্প্রতি স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে, শ্বশুর-শাশুড়ি ও ভাসুর সাংবাদিক মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করেন। তবে একটি মামলার কোর্ট তদন্তে সাংবাদিকের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সাবিনা ইয়াসমিন আক্রোশমুলকভাবে গত ২৬ জুলাই ‘কুপিয়ে জখম করা হয়েছে’ মিথ্যা অভিযোগ করে সাংবাদিক মামুনসহ তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় আরেকটি মামলা দায়ের করে। অথচ ডাসার থানা পুলিশ কোন প্রকার স্ধুসঢ়;ষ্ঠ তদন্ত না করে মামলা রুজু করে। সরকার দলীয় প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় সাবিনা ইয়াসমিনের দায়ের করা ওই মামলায় পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলে সাংবাদিক মামুনসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment