বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারন করতে হবে—-নওগাঁ জেলা ও দায়রা জজ

স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ

নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ.কে.এম.শহীদুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের নৃশংস হত্যাকান্ড আমাদের বাংঙ্গালী জাতীর একটি পরাজয়। আমরা সেই পরাজয় রোধ করতে পারিনি। তবে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা সত্যিকারভাবে ধারন করার মাধ্যমে আদর্শিকভাবে বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাহলে আমাদের কিছুটা পাপমোচন হতে পারে । তাই আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারন করতে হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতি এবং বিজ্ঞ পিপি ও জিপির উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞ পিপি আব্দুল খালেক, বিজ্ঞ জিপি মোস্তাফিজুর রহমান ফিরোজ, নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু জাফর শফি মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং বিজ্ঞ সিনিয়র সহাকরী জজ বেগম তানযীম আলম তাবাসুম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment