দিনাজপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরন

মন্জুর আলী শাহ , দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শুক্রবার (১৭ আগষ্ট) দিনাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নে চাল বিতরন করসূচীর উদ্বোধন করেন তিনি। এবারে ঈদুল আযহায় দিনাজপুরে ২৫ হাজার উপকারভোগির প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় তাঁর সাথে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যা মো. ফরিদুল ইসলাম, নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্টসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর পৌসভার কয়েক ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের খোঁজ-খবর নেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।   পরে হুইপ ইকবালুর রহিম এমপি শহরের সরদার পাড়ায় দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সহকারী পরিচালক ডা. মওলা বক্স চৌধুরীর মাতা মরহুমা নুরন্নাহারের বাসভবনে যান। এ সময় তিনি মরহুমার পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং তাঁদের ধৈর্য ধারনের আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment