অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

অস্ট্রেলিয়ার সঙ্গে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলাগুলো হবে। মঙ্গলবার এই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গত, গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর এটিই হবে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ।

টেস্ট সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে আইসিসি একাডেমিতে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। ১৬ অক্টোবর থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

২৪ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে আবুধাবিতে। দুবাইয়ে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২৬ ও ২৮ অক্টোবর।

এছাড়া, নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও চূড়ান্ত করেছে পিসিবি। সবগুলো ম্যাচই হবে দুবাই ও আবুধাবিতে। ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment