নূর-মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে “শোকাবহ আগস্ট” শিরোনামে বক্তৃতা অনুষ্ঠান

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার নূর-মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ডিবেটিং ক্লাসে “শোকাবহ আগস্ট ” শিরোনামে বক্তৃতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নূর-মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু কমলেন্দু হাওলাদার। সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছারউদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শ্রেণি থেকে দুইজন করে ই প্রতিযোগিতায় অংশ নেয়, তাদের মধ্যে সর্বমোট তিনজন পুরুস্কারপ্রাপ্ত হন।
বক্তারা শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু জাতিরজনক শেখ মুজিবুর রহমানের সাহাদাত দিবস এবং গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষে  একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ শোকাবহ আগস্ট মাসের স্মৃতিচারণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী আফসানা সারমিন মিমি দ্বিতীয় স্থান অর্জন করেন একই শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাশেদ এবং তৃতীয় হয়েছেন, সপ্তম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment