শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন গত বুধবার ফটিকছড়ি উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মুন্সি আমিনুল হক, অর্থ সম্পাদক ইফতেখার উদ্দীন লাবলু, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীরসহ ফটিকছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।  সভায় ফটিকছড়ি উপজেলায় দু’টি পৌরসভা ও নবগঠিত খিরাম ইউনিয়নসহ মোট ২০ টি টিম গঠন হয়। ফটিকছড়ি উপজেলাকে উত্তর, মধ্য ও দক্ষিণ তিনটি ভাগে ভাগ করে তিনটি ভ্যানুতে নির্ধারণ করে খেলা পরিচালনা করা হবে। প্রস্তুতি সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় তাঁর বক্তব্যে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট সফল করার জন্য সকল গণমাধ্যমকর্মী এবং স্থানীয় চেয়ারম্যান এলাকার সর্বস্তরের জনগণকে সার্বিক সহযোগিতা করা করার জন্য আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিটি খেলায় যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা জোরদার করার জন্য হবে।  খেলায় ১৭ বছরের ঊর্ধ্বে কোন খেলোয়াড় যেন খেলতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য বলা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment