খবর প্রকাশের পর ট্রাকভর্তি সার শৈলকূপায়

 ঝিনাইদহ প্রতিনিধি:

সার সংকটের খবর প্রকাশের পর ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকভর্তি সার নিয়ে এসেছেন ডিলাররা। শনিবার শৈলকূপা বাজারের বিভিন্ন সার ডিলারের গোডাউন ও খুচরা বিক্রেতাদের দোকানে ট্রাকভর্তি সার নামতে দেখা গেছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে শৈলকূপার প্রতি ডিলারের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ২৬০ বস্তা সার। অনন্ত বাদালশো গ্রামের চাষি নবজেল হোসেন জানান, শনিবার তিনি চাহিদামতো সার কিনতে পেরেছেন। এর আগে তিনি বিভিন্ন দোকান ঘুরেও সার পাননি। শৈলকূপা বিএফএ সভাপতি সার ডিলার নুর আলম মোল্যা জানান, পরিবহন সংকট কেটে যাওয়ায় শনিবার উপজেলার সব ডিলার আগস্ট মাসের বরাদ্দকৃত সার নিয়ে এসেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু জানান, তার জানামতে বৃহস্পতিবার শৈলকূপার সার ডিলাররা আগস্ট মাসের বরাদ্দকৃত সার নিয়ে এসেছেন। আগস্ট মাসে প্রতি ডিলারের জন্য বরাদ্দ ছিল ১১৩ টন সার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment