ঝিনাইদহ জেলা কারাগারে হাজতীর আত্মহত্যার চেষ্টা

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা কারাগারে মাদক মামলার হাজতী আসামী শহিদুজ্জামান নামের এক ব্যক্তি ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে কারা কতৃপক্ষ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শহিদুজ্জামান মহেশপুর উপজেলার কেশবপুর গামের আনিচুর রহমানের ছেলে। আহত শহিদুজ্জামান জানান, গত ৪ মাস যাবৎ মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকা অন্য আসামীরা তাকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করার কারণে নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামান অবস্থা আশঙ্খা জনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের জেলারের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি তার মুঠোফোন রিসিভ করেননি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment