৩৬ তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ঢাকা জেলার কৃতী সন্তানদের সংবর্ধনা

৩৬ তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ঢাকা জেলার কৃতী সন্তানদের সংবর্ধনা

শনিবার জেলা প্রশাসন ঢাকার আয়োজনে ৩৬ তম বিসিএসে সকল ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ঢাকা জেলার কৃতী সন্তানদের সাদরে গ্রহণ করা হল এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জনাব মোঃ নজিবুর রহমান।

“Be proactive, not reactive”. “Be transformational, not transactional”

এমনই উদ্দীপিত ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে রুপকল্প ২০২১ এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য তৈরি হতে এবং নিজের কর্মজীবনের বিশেষ কিছু অভিজ্ঞতা তুলে ধরে নতুন সহকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কে. এম. তারিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) ঢাকা; পুলিশ সুপার ঢাকা,সিভিল সার্জন ঢাকা, কবি নজরুল সরকারি কলেজের সন্মানিত অধ্যক্ষসহ জেলার অন্যান্য সরকারী কর্মকর্তাগণ।

উল্লেখ্য ৩৬ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন দোহারের মোহাম্মদ কাওসার হামিদ ও সাথী দাস।

অনুষ্ঠানে ঢাকা জেলার কৃতী সন্তানদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি নিজ জেলার ব্র্যান্ডিং এবং জেলা প্রশাসন সম্পর্কে প্রাথমিক ধারনা সম্বলিত উপস্থাপনা প্রদর্শন করা হয়। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের মাঝে প্রধান অতিথি কর্তৃক জেলা প্রশাসন ঢাকার সুভ্যেনির বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment