ব়্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে ‘থ্রি মাস্কেটিয়ার্স’

গত তিন বছরে প্রথমবারের মতো সেরা তিন টেনিস তারকা ফিরলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম তিনে। রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের মধ্যে এটিপি ব়্যাঙ্কিংয়ের সিংহাসন নিয়ে লড়াই চলে আসছে বেশ কিছুদিন ধরেই। আপাতত নাদাল ধরে রেখেছেন শীর্ষস্থান। ফেদেরার যথারীতি দ্বিতীয় স্থানে থেকে নাদালকে টেনে নামানোর চেষ্টায় রয়েছেন। এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন নোভাক জকোভিচ।

চোটের জন্য কোর্টের বাইরে থাকায় দীর্ঘ ১২ বছর পর ব়্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ এর বাইরে ছিটকে গিয়েছিলেন নোভাক জকোভিচ। কোর্টে ফিরে পর পর দু’টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে জোকার পুনরায় ফিরে এলেন প্রথম তিনে। এটিপির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকায় চলতি বছরের উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনজয়ী নোভাক রয়েছেন তিন নম্বরে।

গত ফেব্রুয়ারিতে কনুইয়ে অস্ত্রোপচারের পর মে মাসে জকোভিচের এটিপি ব়্যাঙ্কিং নেমে যায় ২২ নম্বরে। ২০০৬ সালের পর প্রথমবার ব়্যাঙ্কিংয়ের এতটা অবনতি হয় তার।

উইম্বলডনে ক্যারিয়ারের ১৩ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার পর নোভাক যুক্তরাষ্ট্র ওপেন খেলতে নামেন বিশ্বের ৬ নম্বর তারকা হিসাবে। ফ্লাশিং মেডোয় কেরিয়ারের ১৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে পিট সাম্প্রাসকে ছোঁয়ার পর বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয় জোকারের। তিনি এখন নাদাল ও ফেডেরারের পিছনে তিন নম্বরে রয়েছেন।

যুক্তরাষ্ট্র ওপেন জিতে ডব্লুটিএ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন নাওমি ওসাকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন। ১২ ধাপ উঠে এসে জাপানি তারকা এই মুহূর্তে সাত নম্বরে রয়েছেন।

ইউএস ওপেনে রানার্স হলেও সেরেনা উইলিয়ামস ফিরে এলেন শীর্ষ ২০-এ। টুর্নামেন্টের আগে ২৬ নম্বরে ছিলেন তিনি। মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের পর তিনি চলে আসেন ১৬ নম্বরে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment