ঝিনাইদহে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন মধুহাটী ইউনিয়ন

ঝিনাইদ সদর উপজেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মধুহাটী ইউনিয়ন টাইব্রেকারে ৩-০ গোলে পাগলা কানাই ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার নির্ধারিত সময় অমীমাংসিত থাকায় শেষ অবধি টাইব্রেকারে গড়ায়। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়ের কাছে ট্রফি তুলে দেন। এ খেলায় ম্যান অব দ্য টুর্নামন্টের পুরস্কার পেয়েছেন মধুহাটী দলের গোলকিপার মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন টুর্নামেন্টের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার ঘোষ এবং সার্বিকভাবে প্রতিযোগিতার সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র নির্বাহী সদস্য ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর সাবেক ক্রীড়াবিদ জয়নাল আবেদীন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং চ্যাম্পিয়ন দল মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলসহ আরো অনেকে এই সময়ে উপস্থিত ছিলেন। রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি : জামাল হোসেন ও শেখ মোহাম্মদ বেলাল হোসেন। ৪র্থ সহকারী রেফারি : আজিজুর রহমান শামিম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment