দোহারে পুলিশের মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে সভা

 

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় থানা পুলিশের আয়োজনে জনসচেতনার লক্ষ্যে মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার রায়পাড়া ইউনিয়নে দোহার থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দোহার পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আরী আহসান খোকন শিকদার,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল।আলোচনা সভায় বক্ত্যবের মাঝে দোহার থানার সদ্যযোগদানরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন বলেন,পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক সন্ত্রাসী মামলার পলাতক আসামী সাগর বাহিনীকে তার দোসরসহ অচিরেই আটক করা হবে।মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হুশিঁয়ারী করে বলেন,এখনও সময় আছে আপনারা আতœসমর্পন করেন।অন্যথায় সন্ত্রাসী সাগর বাহিনীর কাউকেও ছাড় দেওয়া হবে না।মাদক যুব সমাজকে ধ্বংস করে।মাদকের ভয়াল থাবা থেকে এই যুব সমাজকে বাচাঁতে হলে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।তিনি আরোও বলেন মাদকের মতো বাল্যবিবাহ আমাদের সমাজের বড় একটি ব্যাধি।এই ব্যাধিতে কোন শিক্ষার্থীর জীবন ঝড়ে না পড়ে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। উপজেলা প্রশাসনের জরীপের তথ্য অনুসারে বক্তারা বলেন, রায়পাড়া ইউনিয়নে বাল্যবিবাহের হার সর্বোচ্চ।যে কোন মুল্যে বাল্যবিবাহ রোধ করতে হবে। উল্লেখ্য সম্প্রতি সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক ব্যবসায়ীদের আটক করতে গেলে দোহার থানা পুলিশের এস আই শহিদুল ইসলামসহ সঙ্গীয় আরোও দুই পুলিশ সদস্য মাদক সন্ত্রাসীদের হামলায় গুরুত্বও আহত হন।এ সময়ে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেন পুলিশ। অনুষ্ঠানে আরোও উপস্তিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ,সাবেক যুবলীগের সভাপতি আ.রাহিম কমিশনার,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নবী হোসেন,রমজান আলী মল্লিক প্রমুখ। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment