নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

 

 

স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ নওগাঁয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর আন্ত উপজেলা খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ স্টেডিয়ামে ফাইনাল খেলায় নওগাঁ সদরের পৌর সভা ফুটবল একাদশ টিম বনাম ধামইরহাট ফুটবল একাদশ টিম অংশ গ্রহন করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালণা কমিটির সভাপতি জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে

উপস্থিত থেকে খেলার পুরস্কার বিতরণ করেন হাইকোট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ। প্রধান অতিথি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মহান স্বাধীনতা স্মৃতি ধরে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বিকল্প নাই বলে বক্তব্য রাখেন এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত নওগাঁর জেলা ও দয়রা জজ একেএম শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, টুর্নামেন্ট পরিচালণা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী জজ(লিগ্যাল এইড) অফিসার এজিএম মনিরুল হাসান সরকার, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি ইকবালশাহ্ধসঢ়;রিয়ার রাশেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভীন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মোঃ মাহমুদুজ্জামান উপস্থিত ছিলেন। খেলায় জেলার ১১টি উপজেলা এবং নওগাঁ পৌরসভার একটি দলসহ মোট ১২টি দল জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। ফায়নাল খেলায় অংশ গ্রহন করেন নওগাঁ সদর পৌরসভা দল বনাম ধামইরহাট উপজেলা দল। খেলায় নওগাঁ সদর পৌরসভা দল ৩-০ গোলে জয়লাভ করে চ্যম্পিয়ন হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment