ভৈরবে বৃদ্ধার চিকিৎসা সাহায্যে এগিয়ে এলো প্রবাসী আহাদ ও লিংকন

মিলাদ হোসেন অপু, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জ ভৈরবে একজন মুমূর্ষু রোগীকে নগদ অর্থ সাহায্য দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এই সাহায্য রোগীর পরিবারের হাতে তুলে দেয়া হয়। ভৈরবপুর উত্তর পাড়ার বৃদ্ধা বেগম (৫০)কে এই সাহায্য দেয়া হয়। জানা যায়, অনলাইন যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভৈরব পরিবার নামের একটি আইডি থেকে একজন মুমূর্ষু রোগীর জন্য সাহায্যের আবেদন করা হয়। সেই আবেদন দেখে নগদ ৫০ হাজার টাকা সাহায্য রোগীর হাতে তুলে দিতে ভৈরব পরিবারের সাথে যোগাযোগ করে সৌদি প্রবাসী দুই বন্ধু মোহাম্মদ আহাদ ও ওমর ফারুক লিংকন। সৌদি প্রবাসী ওমর ফারুক লিংকন ও ভৈরব পরিবারে সকল সদস্য রোগীর পরিবারের হাতে এই সাহায্য তুলে দেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন ভৈরবে বিশিষ্ট সমাজ সেবক রাকিব রায়হান। ওমর ফারুক লিংকন জানান, ভৈবর পরিবার একটি সমাজ সেবক ফেজবুক গ্রুপ পেইজ। তারা অনেক সামাজিক কাজ করে ভৈরবের মানুষের কল্যাণে। গত ১২ সেপ্টেম্বর ভৈরব পরিবার পেইজে একজন মাকে বাচাঁতে সাহায্যের আবেদন করা হয়। এই সাহায্যের আবেদন আমার বন্ধু আহাদ সৌদী আরব থেকে দেখে। আমি বর্তমান দেশে আছি সে আমার সাথে যোগাযোগ করলে আমি ও আমার বন্ধু বৃদ্ধা মাকে সাহায্য দিতে ভৈরব পরিবারের সদস্যদের মাধ্যমে এগিয়ে আসি। আমি আশা করি আমার মত যদি সবাই একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অসুস্থ (মা)রোগীকে বাচাঁনো সম্ভব হবে। বৃদ্ধার মেয়ে সুচনা জানান, আমি আর আমার অসুস্থ মাকে নিয়ে আমাদের পরিবার। আমার মা হার্টের রোগী। হার্টের দুইটা রগ ব্লক। আমার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ২লাখ টাকা। উনার চিকিৎসার খরচ চালাতে অনেক কষ্ট করতে হচ্ছে। সেই সাথে আমি স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজে চতুর্থবর্ষের একাউন্টিং বিভাগে লেখা পড়া করছি। লেখা পড়ার খরচ চালাতেও অনেক কষ্ট করতে হয়। এজন্য ফেজবুকে ভৈরব পরিবার পেইজে সাহায্যে আবেদন জানাই। আজ প্রবাসী দুই ভাই আমাদের ৫০হাজার টাকা দিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না এই সাহায্য পেয়েছি। আমার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই টাকাগুলো। কান্নারত অবস্থায় সে এই কথাগুলো বলে সূচনা।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment