উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই —নওগাঁয় শিক্ষা প্রতিমন্ত্রী

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর পতœীতলা উপজেলায় নবঅনুমোদিত এম বয়তুল্লাহ কারিগরি স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নজিপুর পৌরসভার চকনিরসিন এলাকায় প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০০টি উপজেলায় টেকনিক্যাল কলেজ শীর্ষক প্রকল্পের অধীনে উপজেলার চকনিরসিন এলাকায় দেড় একর জায়গার উপর স্কুল এন্ড কলেজটির শিক্ষা ও প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। পাঁচ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, একতলা ওয়ার্কসপ ভবন সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ১৮ মাস। কাজটি পেয়েছে টিবিআই- ডব্লিউইএল-অয়েলইএল-এমটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বয়তুল্লাহ কারিগরি স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে প্রতিমন্ত্রী পরে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের ইসহাক হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পতœীতলা-ধামইরহাট (নওগাঁ-২) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, মহাদেবপুর-বদলগাছী (নওগাঁ-৩) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার প্রমুখ। প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। জামায়াত- বিএনপি শক্তি আবারও ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন স্থিমিত হয়ে যাবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নওগাঁয় পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, নওগাঁঃ গতকাল শনিবার বেলা ১১টায় নওগাঁয় পরিস্কার পচ্ছিন্নতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করে বেসরকারী সংগঠন “দাবী মৌলিক উন্নয়ন সংস্থা”। কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নাসরিন বানু। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সাধারন পরিষদের সদস্য মোঃ কায়েস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্যামাপদ মুস্তফী, সহকারী শিক্ষক আব্দুর রব, মতিউর রহমান এবং দাবীর সহকারী ম্যানেজার এম এম আলমগীর হোসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment