করুন নায়ারের এ কী করুণ হাল!

করুন নায়ারের এ কী করুণ হাল!
ভারতের টেস্ট স্কোয়াড থেকে করুন নায়ারের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন সিং

প্রশ্নটা তুলেছেন হরভজন সিং। তাঁর জিজ্ঞাসা, কিসের ভিত্তিতে বাছাই করা হচ্ছে ভারতীয় দল?

আন্তর্জাতিক ক্রিকেটে সাত শর বেশি উইকেট নেওয়া এই স্পিনার প্রশ্নটা তুলেছেন করুন নায়ার ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়ার পর। রাজকোটে কাল সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। দুই ম্যাচের এ টেস্ট সিরিজে রাখা হয়নি এই সংস্করণে ত্রিশতকের মালিক করুন নায়ারকে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টানা ছয় টেস্টে তাঁকে বসিয়ে রাখার পর বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। হরভজন তাই জানতে চেয়েছেন, ‘এই রহস্যের সমাধান হওয়া দরকার। তিন মাস ধরে মাঠের বাইরে বসে থাকার পর একটা ছেলে কী করে পরের সিরিজে দলে অযোগ্য হয়ে গেল, তা বোঝা যাচ্ছে না। বিশ্বাস করুন, কিসের ভিত্তিতে দল বাছাই করা হচ্ছে তা বুঝতে পারছি না। সাফল্য পেতে কাউকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়, আবার কাউকে সুযোগ না দিয়েই ব্যর্থ বলে দেওয়া হয়।’

২০১৬ সালে মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক নায়ারের। সেই সিরিজেই ক্যারিয়ারের তৃতীয় টেস্টে অপরাজিত ৩০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলেন নায়ার। এরপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি। আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই হয়নি। ইংল্যান্ডের ঘরে সর্বশেষ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি ১৮ জনের ভারতীয় স্কোয়াডে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। সিরিজের পঞ্চম টেস্টে উল্টো হনুমা বিহারিকে দেশ থেকে উড়িয়ে এনে অভিষেকের সুযোগ করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কিন্তু নায়ারের প্রতি তাঁদের করুণা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হনুমা বিহারিকে রাখা হয়েছে স্কোয়াডে। হরভজনের প্রশ্ন, ‘হনুমা বিহারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলতে না পারলে কী হবে? যদিও তা কখনোই চাইব না। কিন্তু এমন কিছু ঘটলে কি তখন আবারও করুন নায়ারকে ডাকবেন নির্বাচকেরা? কোনো ম্যাচ না খেলিয়েই তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। এই অবস্থায় ওখানে গেলে তাঁর আত্মবিশ্বাস থাকবে?’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। করুন ইস্যুতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মধ্যে কোনো বোঝাপড়া আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন হরভজন, ‘নির্বাচকেরা তাঁকে দলে রাখা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট টানা পাঁচ টেস্টে তাঁকে দলে নেয়নি। এর মানে হলো ওর ওপর টিম ম্যানেজমেন্টের কোনো আস্থা নেই। আমার প্রশ্ন, ইংল্যান্ড সিরিজে ওকে দলে রাখার সময় কি অধিনায়কের সঙ্গে আলাপ করা হয়েছিল? যদি তা না হয়, তাহলে কি তারা টিম ম্যানেজমেন্টের পছন্দের দল নিয়ে আদৌও ঠিকমতো ভেবেছিলেন?’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment