বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতা নিয়ে ‘আহাজারি’ নেই নেইমারের

বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতা নিয়ে ‘আহাজারি’ নেই নেইমারের

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতা নিয়ে আহাজারির কিছু নেই বলে মনে করেন নেইমার

রাশিয়া বিশ্বকাপের স্মৃতি এখনো পোড়ায় ব্রাজিল সমর্থকদের। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হারটা ভুলতে সময় লাগবে তাঁদের। অনেকে হয়তো এখনো সেই হার নিয়ে শোকাতুর। নেইমার এই দলে নেই। রাশিয়া বিশ্বকাপ তাঁকে হতাশ করলেও সেই হতাশা নিয়ে বিলাপ করার কিছু নেই বলেই মনে করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে নেইমারের দল পিএসজি। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে এমন মন্তব্য করেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। বরাবরের মতোই ফেবারিট তকমা নিয়ে রাশিয়া বিশ্বকাপে পা রেখেছিল ব্রাজিল। নিজেদের নামের প্রতি সেভাবে সুবিচার করতে না পারলেও শেষ আটে উঠেছিল তিতের শিষ্যরা। কিন্তু শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলের হারে স্বপ্নভঙ্গ ঘটে ‘সেলেসা্ও’দের। মাঠে ‘ডাইভ’ দে্ওয়ার প্রবণতার জন্য রাশিয়া বিশ্বকাপে সমালোচনা এবং হাস্যরসের শিকারও হয়েছিলেন নেইমার।

বিশ্বকাপের আগে চোটে পরেছিলেন নেইমার। মাঠের পারফরম্যান্সে তার ছাপ ছিল। মাত্র ২ গোল করেছিলেন তিনি। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পিএসজি তারকার ভাষ্য, ‘বিশ্বকাপে ব্রাজিলের জন্য যথাসাধ্য চেষ্টাই করেছি। নিজের সর্বোচ্চটুকুই নিংড়ে দিয়েছি। কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে আমি হতাশ। তবে এটা নিয়ে বাকি জীবনভর আহাজারির কিছু নেই। তা আমি করব না। কারণ দুঃখবোধের চেয়ে সুখী হওয়ার মতো ইদানীং অনেক কিছুই আছে আমার জীবনে।’

পিএসজির হয়ে এবার নেইমারের শুরুটা হয়েছে দারুণ। লিগে ৭ ম্যাচে এ পর্যন্ত ৭ গোল করেছেন। ইউরোপিয়ান টুর্নামেন্টে একটি ম্যাচ খেললেও অবশ্য গোলের মুখ দেখেননি। সান্তোস ্ও বার্সেলোনায় যে পজিশনে খেলতেন তার সঙ্গে পিএসজির পজিশনে কিছুটা পার্থক্য আছে বলে মনে করেন নেইমার। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ‘নাম্বার টেন’-এর ভূমিকা নিতে চান তিনি, ‘আমি ১০ নম্বরের ভূমিকায় খেলতে পছন্দ করি। যেহেতু আমি খেলা নিয়ন্ত্রণ করতে পারি, সতীর্থদেরও সাহায্য করি। এ পজিশনে আমি নিজে খেলতে চাইনি। কোচ চেয়েছেন। বার্সেলোনার আগে সান্তোসেও একই ভূমিকায় খেলেছি। খেলা তৈরি করেছি আর শুটিং করেছি। পিএসজিতে তা কিছুটা আলাদা, যদিও আমি বল রাখতে পছন্দ করি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment